Weather Update: নিম্নচাপ এখন পশ্চিম বিহার ও উত্তরপ্রদেশে রয়েছে। এটা ধীরে ধীরে পূর্ব দিকে এগোবে।
অক্টোবরের ৩ থেকে ৪ তারিখ নাগাদ উত্তরবঙ্গের কাছে যাবে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ, শনিবার থেকে ৪ তারিখ পর্যন্ত।
অন্যদিকে, কাল, রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারও ভারি বৃষ্টি হবে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার ও দিনাজপুরে।
৪ তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে।
উত্তরবঙ্গে ধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদীর জলস্তর বাড়বে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ৪ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
A Low Pressure area lies over west Bihar & adjoining East Uttar Pradesh. It is likely to move eastward and reach east Bihar and adjoining North Bengal during 3rd - 4th October 2021. Rainfall activity is likely to increase over the districts of North Bengal during 2nd-4th October. pic.twitter.com/dsc3fNL0LP
— IMD Kolkata (@ImdKolkata) October 2, 2021
গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ বৃষ্টি হয়েছে। আর এর জেরে সমস্যাও কম হয়নি। অনেক জায়গায় জল জমে গিয়েছে। অনেক জায়গায় এখনও জল নামেনি। বাইরের বাইরে বেরোতে পারছেন না অনেকে।
কাজের জন্য বা অন্য কোনও দরকারে বাড়ির বাইরে বাড়ির বাইরে যেতে প্রবল সমস্যা হচ্ছে তাদের। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। এর মাঝে ফের বৃষ্টি সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৬ অক্টোবর বর্ষা বিদায় শুরু দেশে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেবে। বাংলায় বর্ষা-বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ বছর তা কিছুটা পিছবে বলেই আশঙ্কা।
রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। বিহারে প্রবল বৃষ্টি হতে পারে। বাড়বে জলাধার ও নদীর জলস্তর।
ঘূর্ণিঝড় গুলাব শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি ফের ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পাকিস্তানের দিকে অভিমুখ, এমনই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা।