Weather Update: বৃষ্টির মাঝেও ভাল খবর। উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও হতে পারে। তবে তা খুবই সামান্য। তবে এর মাঝে ভাল কথাও শোনাল আলিপুর আবহাওয়া দফতর।
তারা জানাচ্ছে, রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন ধারে ধীরে কমতে পারে। আর তা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আাগমী ৩-৪ দিনে তা কমতে পারে।
শুধুমাত্র আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে কিছুটা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে মেঘলা আকাশ সামান্য বৃষ্টি হলেও হতে পারে না হওয়ার সম্ভাবনাই বেশি। বাদবাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার কোচবিহারে খুব হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে ও রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। কলকাতার আকাশ পরিষ্কার থাকবে।
আজ, মঙ্গলবার (২৩ নভেম্বর) কলকাতার আবহওয়া কেমন থাকতে পারে জেনে নিই। এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
অন্যদিকে, সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাত, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার আবহাওয়া থাকবে শুষ্ক প্রকৃতির।