নিম্নচাপের জেরে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। হয়েছেও তাই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৫ ডিগ্রি বেশি।
হাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই। তার ফলে আগামী ৫ দিন পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে।
শুধুমাত্র মঙ্গলবার দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটাও খুব সামান্য পরিমানে।
উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে দু -এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে।
এদিকে আজ সকাল থেকে কুয়াশায় ঢাকা ছিল শহর কলকাতা। দৃশ্যমানতা কম ছিল ভোরের দিকে। আবহমণ্ডলে প্রচুর জলীয় বাস্প ঢোকার ফলে এই পরিস্থিতি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামিকাল থেকে নামবে পারদ।