scorecardresearch
 
কলকাতা

Weather Update : হেমন্তের মাঝে বৃষ্টির হানা! আজ-কাল ভিজতে পারে বাংলা

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk
  • 1/15

Weather Update: এই মুহূর্তে আমাদের রাজ্য থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। বিশেষ কোনও পরিবর্তন নেই। শুধু পূর্বদিকের হাওয়ার প্রভাব রয়েছে।

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk two
  • 2/15

যার ফলে উপকূলে জেলাগুলো উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা,হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টি খুব একটা সম্ভাবনা নেই। হলেও দু-এক পশলা হতে পারে।

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk three
  • 3/15

কাল, সোমবার আবহাওয়া কলকাতার মেঘলা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা এবং আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk four
  • 4/15

দু'দিন পরে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে এবং তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk five
  • 5/15

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টিপাত হবে আগামী ২৪ ঘন্টা।

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk six
  • 6/15

দক্ষিণ-পূর্ব বাংলাদেশ একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে কেরল উপকূলে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব ও রাজস্থান এর উপর। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ভারতের কিছু অংশে অবস্থান করছে। সেখানে প্রভাব বিস্তার করবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু।

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk seven
  • 7/15

বর্ষা বিদায়
বর্ষার বিদায় রেখা কলিঙ্গপত্তনম থেকে কুর্ণুল হয়ে মজিলি পর্যন্ত বিস্তৃত। বাংলার বাকি অংশ থেকেও বর্ষা বিদায় নিল।

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk eight
  • 8/15

উত্তর বঙ্গোপসাগর উত্তর-পূর্ব ভারত এবং ওড়িশা গোয়া থেকেও বিদায় নিল বর্ষা। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্নাটকের কিছু অংশ থেকে বর্ষা-বিদায় পর্ব শুরু হবে।

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk nine
  • 9/15

পরিস্থিতি অনুকূল থাকায় ২৬ অক্টোবর মঙ্গলবার এর মধ্যেই পুরো দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা। 

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk ten
  • 10/15

ভারত
দেশ থেকে  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় শুরু হলেও রিটার্ন মনসুন শুরু হবে দক্ষিণ ভারতে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে।

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk eleven
  • 11/15

কাল, সোমবার থেকেই দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে দক্ষিণ ভারতের তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এবং কেরলে। 

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk twelve
  • 12/15

বর্ষা বিদায় পর্ব শুরু হতেই  উত্তর পশ্চিম ভারতে আসতে শুরু করেছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর লাদাখ ও হিমাচল প্রদেশের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk thirteen
  • 13/15

পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে পাঞ্জাব রাজস্থান হরিয়ানা চণ্ডীগড় দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা। 

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk fourteen
  • 14/15

ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূলে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব শুরু হবে। এর প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। 

Weather Update West Bengal and Kolkata on 24 October IMD predicts it may rain in state abk fifteen
  • 15/15

বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা ও করাইকালে।