scorecardresearch
 
বিশ্ব

Deepavali 2021 Celebration in London : লন্ডনের মেয়রের দীপাবলি সেজে উঠল বাঙালির ঐতিহ্যবাহী আলপনায়

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk দীপাবলি
  • 1/16

Deepavali 2021 Celebration in London: লন্ডন মেয়র সাদিক খানের উদ্যোগে দীপাবলি পালনে যোগ হল আলপনা। এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হল। লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে এই উপলক্ষে এক বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk লন্ডন
  • 2/16

বাংলার নিজস্ব ঐতিহ্যবাহী শিল্প আলপনা আলাদা মাত্রা এনে দিল।

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk লন্ডনে দীপাবলি
  • 3/16

আগামী মাসের প্রথম সপ্তাহেই রয়েছে বাঙালিদের আলোর উৎসব দীপাবলী। হিন্দু শাস্ত্র অনুসারে মা কালী যেমন শক্তির আরাধ্যা দেবী হিসেবে পূজিত হন, তেমনই অন্ধকার থেকে আলোর পথের দিশারীও তিনিই।

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk লন্ডনের মেয়র
  • 4/16

এ কথা বাঙালিদের সকলেরই জানা বলা যেতে পারে। গত বছর, ২০২০-র অতিমারীর ভয়াবহতা কাটিয়ে এবারেও অতিমারীর বাধ্যবাধকতা মেনে আমরা পালন করছি আমাদের বিভিন্ন উৎসব (প্রতীকী ছবি)

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk লন্ডনের মেয়র সাদিক খান
  • 5/16

তেমনই আলোর উৎসব তথা শক্তির আরাধনায় মেতে উঠেছে লন্ডনের মহিলাদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান 'হেরিটেজ বেঙ্গল গ্লোবাল' (প্রতীকী ছবি)

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk দিওয়ালি
  • 6/16

২৩ অক্টোবর 'দিওয়ালি অন ট্রাফালগার স্কোয়ার'-এ লন্ডনের মেয়র সাদিক খানের অফিস এবং হেরিটেজ বেঙ্গল গ্লোবাল এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একযোগে মেতে উঠল।

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk লন্ডনে দীপাবলি পালন
  • 7/16

বাঙালিদের ঐতিহ্যবাহী আলপনার এবং আলোর রোশনাইয়ের মাধ্যমে গত দেড় বছরের কোভিডের অন্ধকারকে দূরে সরিয়ে আলোর সন্ধানে কালী পুজোর আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের তরফে। 

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk one
  • 8/16

গ্রেটার লন্ডন অথরিটির উদ্যোগে আলপনার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল (প্রতীকী ছবি)

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk two
  • 9/16

এবং সবার সেরা আলপনা স্থান পেয়েছিল মূল অনুষ্ঠানে।

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk three
  • 10/16

হেরিটেজ বেঙ্গল গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট মহুয়া বেইজের তত্ত্বাবধানে লাল রঙের বেসের ওপর সাদা রঙের আলপনা ছিল যথেষ্ট দৃষ্টিনন্দন।

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk four
  • 11/16

সন্ধেয় সেঁজুতি দাস এবং অনস্মিতা সাহার নৃত্য পরিবেশন করেন।। উদ্যোক্তারা ভিডিও স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন। যেখানে বাংলা তথা কলকাতা কীভাবে অতিমারীর ভয়াবহতা কাটিয়ে লকডাউনের পর কোভিড বিধি মেনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তা দেখানো হয়েছিল (প্রতীকী ছবি)

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk five
  • 12/16

ওই ভিডিও প্রদর্শনের জন্য উদ্যোগ নিয়েছিলেন হেরিটেজ বেঙ্গল গ্লোবালের অরিজিৎ সরকার, তিথি সেন, দেবদীপ সেন, কৌশিক লাহিড়ী, মৌসুমী লাহিড়ি, শুভদীপ বোস, রাহুল দাশগুপ্ত এবং ইয়াচনাকে।

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk six
  • 13/16

কলকাতার আইলিড সংস্থার প্রতিষ্ঠাতা প্রদীপ চোপড়া হেরিটেজ বেঙ্গল গ্লোবাল-এর ডিরেক্টর। তিনি এবং অন্য ডিরেক্টর অনির্বাণ মুখোপাধ্যায়ের এই আয়োজনের জন্য উদ্যোগ নিয়েছিলেন। লন্ডনের মেয়রের তরফের এই উৎসবে দীপাবলীর মূল নির্যাস ধরা পড়েছে বাঙালিদের সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে।

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk seven
  • 14/16

লন্ডনের মেয়রের সহযোগিতায় হেরিটেজ বেঙ্গল গ্লোবাল এমন আরও অনুষ্ঠানের একযোগে আয়োজন করতে ইচ্ছুক। 
কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম লন্ডনের এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়েছেন। সকলের সমবেত অংশগ্রহণে অনুষ্ঠান অন্য মাত্রা পেয়েছিল (প্রতীকী ছবি)

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk eight
  • 15/16

ভবানীপুর ৭৫ পল্লীর সেক্রেটারি সুবীর দাসও এই উদ্যোগের প্রশংসা করেছেন।

Deepavali or Dewali celebration at Trafalgar Square in London by Mayor Sadiq Khan office abk nine
  • 16/16

সুবীরবাবু ২০১৮ সালে প্রথম বেঙ্গল-ব্রিটেন কালচারাল কোলাবরেশনের মাধ্যমে লন্ডনের ওয়াটার অফ টেমস-এর প্রতিমা এবং কলকাতার ওয়াটার অফ গঙ্গাস-এর প্রতিমা তৈরি করে দুই শহরের মেলবন্ধন ঘটিয়েছিলেন। তিনি লন্ডনের অধিবাসীদের কলকাতায় আসার জন্য আমন্ত্রণও জানান। সব মিলিয়ে আলপনা মিলিয়ে দিল কলকাতা এবং লন্ডনকে (প্রতীকী ছবি)