Weather Update: শীত কবে পড়বে, তা এখনও জানায়নি আবহাওয়া দফতর। তবে তার মাঝেও ভাল খবর রয়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে রাজ্যে।
এর ফলে আগামী ২৪ ঘণ্টায় শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম থাকবে।
কলকাতায় তাপমাত্রার পারদ কমে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক নীচে নেমে এসেছে।
পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
কলকাতায় তাপমাত্রা আরও কমবে আগামী শনিবার থেকে। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
শনিবার থেকে তাপমাত্রা আরও বেশ কিছুটা কমবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। রাতের তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপরে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়ায়। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কাল, বৃহস্পতিবার কলাকাতর আকাশ মেঘলা থাকতে পারে।
গত কয়েকদিন রাজ্যে শীতল ভাব রয়েছে। শীত কবে আসবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানাননি আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, এই মুহূর্তে রাজ্যে ও গোটা পূর্ব ভারতে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাবে তাপমাত্রা অনেকটা নেমে গিয়েছে।