আবহাওয়া নিয়ে বড় আপডেট। ওড়িশা ও তার উপকূলবর্তী এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে।
যার জেরে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হবে। এমনই পূর্বাভাস জারি করল IMD। তাদের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।
Daily Weather Video (English) Dated 17.02.2023
— India Meteorological Department (@Indiametdept) February 17, 2023
YouTube Link: https://t.co/T8ICfAnwDx
Facebook Link: https://t.co/Hu7XPBIiSK
আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হবে ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি। অর্থাৎ আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। পশ্চিম হিমালয়ান অঞ্চলে এই বৃষ্টি হবে।
দেশের অন্য জায়গায় আবহাওয়ার তাৎপর্যপূর্ণ কোনও পরিবর্তন সেভাবে দেখা যাবে না। তবে পশ্চিমবঙ্গে এর প্রভাব বৃষ্টি হবে।
আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, রাজ্যের গাঙ্গেয় সমভূমি জেলা ও সমুদ্র উপকূলবর্তী এলাকার জেলাগুলিতে বৃষ্টি হবে।
IMD জানিয়েছে, ওড়িশা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন দেখা গেছে। স্যাটেলাইট ইমেজে সেই ছবি দেখা গেছে।
আর তার প্রভাবেই পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে।
এছাড়াও বাংলাদেশের জন্যও বুলেটিনে জানানো হয়েছে, সেদেশেও সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। যার প্রভাব পড়তে পারে।
পশ্চিম রাজস্থান এবং পঞ্জাবের উপরও একটি ঘূর্ণিঝড় সঞ্চালন তৈরি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ১.৬ কিলোমিটার।
২৪ ঘণ্টায় পশ্চিম ভারত ও উত্তর ভারতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। একই সঙ্গে উত্তর ভারতে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস ব্যক্ত করা হয়েছে। যার প্রভাব পড়বে বিহার, ঝাড়খণ্ড সহ দিল্লির আবহাওয়ায়।