বঙ্গে আপাতত শীতের আমেজ। এই রেশ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এর মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা। ফলে তাপমাত্রার বাড়তে পারে।
উত্তর পশ্চিমের শীতল হাওয়া থাকবে। দু-এক দিনে সেই শীতল হওয়ার পরিমাণ বাড়তে পারে। শুক্রবার থেকে দু-তিন দিনের জন্য তাপমাত্রা কিছুটা উর্ধ্বমুখী হতে পারে। শীতের আমেজ কমতে পারে রাজ্যে।
এদিকে, শীতে ফের দুর্যোগের সংকেত। ঝড়ের মুখে বঙ্গোপসাগরের পূর্ব উপকূলবর্তী রাজ্যগুলি। সিত্রাংয়ের পর এই নতুন ঘূর্ণিঝড়ের নাম মান্দাস।
দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উপকূলে।
তবে ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে সরাসরি পড়বে না। তামিলনাডু, পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে তার অভিমুখ।
এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। জলীয় বাষ্প ঢুকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে।
মেঘলা আকাশ থাকায় বাড়বে রাতের তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।
ঘূর্ণিঝড় মান্দাসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। এর অর্থ হল ভেলা।
বৃহস্পতিবার ও শুক্রবার অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে ৭০কিমি বেগে হাওয়া বইবে। মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।