আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই সকাল থেকেই বৃষ্টিমুখর শহর কলকাতা। কালো মেঘে ছেয়েছে আকাশ। একই সঙ্গে বৃষ্টিতে ভিজছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা।
আজ সোমবার ও মঙ্গলবার কলকাতায় ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। বুধবারের পর দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। কয়েকটি জায়গায় হতে পারে শিলাবৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে তুলনামূলক বৃষ্টিপাত বেশি হবে। এই জেলাগুলির কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।
রাজ্যের অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ কমলেও দমকা হাওয়া চলতেই থাকবে। পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে ২২ তারিখ মঙ্গলবার থেকে।
রবিবার সন্ধ্যায় বরফ পড়েছে সান্দাকফু-তে। কনকনে ঠান্ডায় কাঁপছে সান্দাকফু। কালিম্পংও কুয়াশার চাদরে মোড়া।
তবে, ওইদিনও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। ২৩ তারিখ থেকে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ও কাল মালদা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।