গত ক’দিন ধরেই রাজ্যে বৃষ্টি চলছে। হাওয়া অফিস বলছে, এখনই বৃষ্টি পিছু ছাড়ছে না। আরও আগামী ২-৩ দিন ধরে বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গের সব জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে মরসুমের প্রথম বৃষ্টি পেয়েছে কলকাতা। তার পর থেকেই শহরের আকাশের মুখ ভার ছিল। রবিবার মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। শহরের কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে সোমবারও। কলকাতার ক্ষেত্রে এমন আবহাওয়া থাকতে পারে ২২ মার্চ পর্যন্ত। তবে ২৩ মার্চ বৃহস্পতিবার থেকে কলকাতার আবহাওয়া শুকনো থাকবে।
দক্ষিণবঙ্গের জন্য আগামী ২৪ ঘণ্টা প্রধানত মেঘলা আকাশ থাকবে, সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে সাথে কোথায় কোথায় আবার দমকা হাওয়া থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি ধরনের মধ্যেই থাকবে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
বাংলাদেশ সব সংলগ্ন রাজ্যের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, সেইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদনাপুর এই জেলাগুলিতে তুলনামূলক বৃষ্টিপাত বেশি থাকবে। এরসাথে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অন্যান্য জেলা গুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। এই পরিস্থিতিতে বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
সোমবার সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি মধ্যেই থাকবে, দমকা হওয়ার সম্ভাবনা থাকছে, এই পরিস্থিতির উন্নতি হবে ২২ তারিখ থেকে।
তবে বুধবার অর্থাৎ ২২ তারিখও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জন্য ২২ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি সম্ভাবনা। ২৩ তারিখ থেকে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
ঝমঝমিয়ে বৃষ্টিপাত হওয়াতে ভ্যাপসা গরমের হাত থেকে মুক্তি মিলেছে আপাতত৷ তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য আগামী দু'দিন স্বাভাবিকের থেকে কম থাকবে, যেহেতু মেঘলা আকাশ রয়েছে। তবে ২১ তারিখের পর থেকে তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে। সপ্তাহ শেষের আগেই ২ থেকে ৪ তাপমাত্রা বৃদ্ধি ঘটবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘন্টায় মালদা, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ২০ এবং ২১ তারিখে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা গুলোয়, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার- এই জেলাগুলোর দু-এক জায়গায় সম্ভাবনা থাকচে। ২২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। তবে আগামী ২৪-২৫ মার্চ পর্যন্ত উত্তরের জেলাগুলতে হালকা বৃষ্টি চলবে।