রাজ্যে আবহাওয়ার বিরাট বদল। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাজ্যজুড়ে টানা বৃষ্টি হবে। একই সঙ্গে বইবে দমকা হাওয়াও।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গার প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। জারি হয়েছে সতর্কতাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ অর্থাৎ বুধবার সুন্দরবন এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
বুধবার বিকেল এবং আগামীকাল ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি হবে। আবার ১৭ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে হবে শিলাবৃষ্টিও।
সেদিন হাওয়ার গতি হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে দক্ষিণবঙ্গে ১৮-১৯ তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে। সঙ্গে ঝড়ো হাওয়াও বইবে।
২০ মার্চ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হবে।
কলকাতাতে এবং উপকূলে জেলাগুলোতে ১৮ ও ১৯ তারিখে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কালবৈশাখীর পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তারজন্য হাওয়া অফিস থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
আবার উত্তরবঙ্গে বুধবার সিকিম, দার্জিলিংয়ে শিলা বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে কাল দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শিলা বৃষ্টি হবে।
সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আবার বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরমালদা ও দিনাজপুর এ লাইটনিং সহ ঝড় বৃষ্টি হবে। ১৭ তারিখ উত্তর বঙ্গে বৃষ্টি র সাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে।