scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Rain Forecast: কলকাতায় ঝড়বৃষ্টি, ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়ার পূর্বাভাস, কবে থেকে?

বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি
  • 1/8

বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি বাংলার দু'প্রান্তে আপাতত আবহাওয়া এমনই রয়েছে। কলকাতাতে মেঘলা আকাশ দিন কয়েক ধরেই। তবে, কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় ১৬ মার্চ বৃষ্টির পূর্বাভাস। 

৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া
  • 2/8

সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। এদিন, প্রবল ঝড়-বৃষ্টির ইঙ্গিত মিলেছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
 

আগামী ১৮ ও ১৯ মার্চ
  • 3/8

আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ মার্চ, শুক্র এবং শনিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তা চলবে ২১ মার্চ পর্যন্ত। 
 

Advertisement
আবহাওয়ায় বিশেষ পরিবর্তন নেই
  • 4/8

তবে এই বৃষ্টির ফলে আবহাওয়ায় বিশেষ পরিবর্তন নেই। 

বইতে পারে দমকা হাওয়া
  • 5/8

বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। ফলে, তাপমাত্রায় খানিকটা প্রভাব পড়বে। দু-চার ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।

হালকা বৃষ্টির সম্ভাবনা
  • 6/8

অন্যদিকে, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
 

আজও শিলাবৃষ্টি
  • 7/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে আজও শিলাবৃষ্টি হতে পারে।
 

Advertisement
ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে
  • 8/8

ঝাড়খণ্ডের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যে কারণে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে।
 

Advertisement