হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। যা নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে বৃষ্টি হতে পারে।
বাংলার আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট। বদলে যাবে আবহাওয়া। তেমনই মিলল ইঙ্গিত। নিম্নচাপ ও বর্ষা- এই জোড়াফলাতে আবহাওয়ার বদল ঘটতে পারে। একইসঙ্গে বর্ষার অক্ষরেখা রয়েছে। তার প্রভাবেও বৃষ্টি হতে পারে। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া এই দুই সিস্টেমের প্রভাব সব থেকে বেশি থাকবে ওড়়িশায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই দুই ওয়েদার সিস্টেমের কারণে বাংলার আকাশে কালো মেঘ থাকবে। আর ওড়িশার আবহাওয়ার কারণেই বাংলাতেও হবে বৃষ্টি।
আলিপুর হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়, যেহেতু এই দুই সিস্টেমের প্রভাব বাংলার দক্ষিণে পড়বে তাই বিরাট কিছু বৃষ্টি হবে
উত্তর ও দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে তা বাড়তেও পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই বৃষ্টি ২১ তারিখেও হতে পারে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বাংলায় এখনও বর্ষা চলবে। কারণ, ঘাটতি আছে। উত্তরবঙ্গে ঘাটতি সেই অর্থে নেই।
২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সভা রয়েছে। সেদিন কি বৃষ্টি হবে ? ওই আধিকারিক জানান, সেদিন বৃষ্টি কম হবে।
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গেও। নদিয়া, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হবে বৃষ্টি।