এবারের মত বাই বাই শীত। কয়েকদিনের মধ্যেই আবহাওয়ার এবার বড়সড় পরিবর্তন হতে চলেছে। বেলা বাড়লেই গরম লাগছে। সেই সঙ্গে ঘামও দিচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের তাপমাত্রা আগামী ৪-৫ দিনের মধ্যে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। কলকাতার পারদ ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। দিনের তাপমাত্রা একটু একটু করে বাড়বে, ফলে আরও গরম অনুভূত হবে। যেই ঘূর্ণাবর্তটা ছত্তিশগড় আর ওড়িশার উপরে ছিল, সেটা এখন প্রায় কেটে গিয়েছে। তাই গরম পড়তে শুরু করবে।
শনিবার ও রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির আশপাশে।
আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩২ ডিগ্রিতে। তবে, সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
হাওয়া অফিস আরও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমতল এলাকায় আগামী ৫ দিন রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সকাল ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। শুষ্ক আবওয়া থাকবে। শহরে দিনের বেলায় গরম থাকবে। সূর্য ডুবলে হালকা শীতের অনুভূতি থাকতে পারে আরও দু-চার দিন।