scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Summer Warning: চলতি সপ্তাহেই ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি, কলকাতার পারদ কততে উঠবে?

Summer Warning
  • 1/8

এবারের মত শীতের বিদায় রাজ্য থেকে।  সেইসঙ্গে সকাল থেকে জেলায় জেলায় কুয়াশার দাপট। 

Summer Warning
  • 2/8

রাজ্যে আবার চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। শিবরাত্রির পরে বাংলায় আর নতুন করে শীতের কামব্যাক করার সম্ভাবনা নেই। 
 

Summer Warning
  • 3/8

আলিপুর আবহাওয়া দফতর  জানিয়েছে রাজ্যের তাপমাত্রা আগামী ৪-৫ দিনের মধ্যে বাড়বে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পারদ ছুঁতে পারে ৩৩ ডিগ্রিতে।
 

Advertisement
Summer Warning
  • 4/8

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।

 

 

Summer Warning
  • 5/8

আবহাওয়া দফতর বলছে, আপাতত সকাল ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। শহরে দিনের বেলায় উষ্ণতা থাকবে। তবে জেলায় জেলায় খুব হালকা শীতের অনুভূতি থাকতে পারে আরও দু-চার দিন সকাল এবং রাতের দিকে। 
 

Summer Warning
  • 6/8

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এব কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে আগামী ৫ দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে আগামী দুদিন বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
 

Summer Warning
  • 7/8


মঙ্গলবার পর্যন্ত  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও কোনও রকমের বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী ৫ দিন রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনও হবে না। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। 
 

Advertisement
Summer Warning
  • 8/8

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন চারেকে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  হাওয়া অফিস জানিয়েছে, মেঘ পুরোপুরি সরলেও তাপমাত্রা বৃদ্ধি পাবে। 

Advertisement