বছর শেষে আবারও ফিরেছে শীত। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এমন শীতের আমেজই কি থাকবে নতুন বছরে? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
হাওয়া অফিস জানিয়েছে, এই তাপমাত্রা আগামী চার থেকে পাঁচদিন একই থাকবে। কলকাতার তাপমাত্রাতেও কোনও হেরফের হবে না।
কয়েকদিন আগেই রাতের দিকের তাপমাত্রা বেড়ে গিয়েছিল অনেকটাই। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ওপর চলে গিয়েছিল। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন কোনও পরিবর্তন হবে না। স্বাভাবিকের থেকে একটু উপরে থাকবে তাপমাত্রা। তবে শীত থাকবে জেলায়।
আগামী ৫ দিন ১৩ থেকে ১৫ ডিগ্রি তাপমাত্রা থাকবে কলকাতায়। ১ জানুয়ারি সামান্য বাড়বে। জেলায় শীতের রেশ থাকবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।