বছরেরর প্রথম সকালটাই কলকাতাবাসীর কাটল কুয়াশা দেখে। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা শহর। উধাও হাড় কাঁপানো ঠান্ডা। জানুয়ারির এক তারিখে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী।
নতুন বছরের প্রথম দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়ল। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশাচ্ছন্ন ভোর হলেও বেলা গড়ালে আকাশ পরিষ্কার হয়।
বছরের প্রথম দিন, তার ওপর রবিবার। একেবারে ছুটির আমেজে আছে শহর। তবে এমন একটা দিনে তেমন শীত নেই। কলকাতায় আগামী কয়েকদিন এ রকমই থাকবে আবহাওয়া। শীতের আমেজ থাকলেও, এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন বছরের শুরুতেও খুব বেশি পারদ পতনের সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী ২০২৩ এর প্রথম সপ্তাহেও সর্বনিম্ন ১৫ ও সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা।
শহর কলকাতার মতই আবহাওয়ার এই পরিস্থিতি বহাল অধিকাংশ জেলাতেই। আপাতত দিন তিনেক এমন পরিস্থিতিই থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী দু তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস বলছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী দুদিন কোথাও কোথাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
আজ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলের কাছাকাছি এলাকাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আগামী তিনদিন দক্ষিণবঙ্গে কিছুটা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা কিছুটা বাড়বে উপকূলের কাছাকাছি এলাকাতে। আগামী ৩-৪ দিন তেমন কোন চেঞ্জ হবে না, মোটের ওপর আবহাওয়া এরকমই থাকবে। ৫ তারিখ থেকে আবার তাপমাত্রা একটু কমবে।