scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weekly Weather Forecast: জানুয়ারির প্রথম সপ্তাহেই কি হাড় কাঁপানো ঠান্ডা? বড় আপডেট

 Weather Forecast
  • 1/9

বছরেরর প্রথম সকালটাই কলকাতাবাসীর কাটল কুয়াশা দেখে। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা শহর। উধাও হাড় কাঁপানো ঠান্ডা। জানুয়ারির এক তারিখে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। 

 Weather Forecast
  • 2/9

নতুন বছরের প্রথম দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়ল।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশাচ্ছন্ন ভোর হলেও বেলা গড়ালে আকাশ  পরিষ্কার হয়।

 
 

 

 

 Weather Forecast
  • 3/9

বছরের প্রথম দিন, তার ওপর রবিবার। একেবারে ছুটির আমেজে আছে শহর। তবে এমন একটা দিনে তেমন শীত নেই। কলকাতায় আগামী কয়েকদিন এ রকমই থাকবে আবহাওয়া। শীতের আমেজ থাকলেও, এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়বে না বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
 

Advertisement
 Weather Forecast
  • 4/9

আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন বছরের শুরুতেও খুব বেশি পারদ পতনের সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী ২০২৩ এর প্রথম সপ্তাহেও সর্বনিম্ন ১৫ ও সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তাপমাত্রা।

 Weather Forecast
  • 5/9

শহর কলকাতার মতই আবহাওয়ার এই পরিস্থিতি বহাল অধিকাংশ জেলাতেই। আপাতত দিন তিনেক এমন পরিস্থিতিই থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী দু তিন দিন ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে।
 

 Weather Forecast
  • 6/9

 হাওয়া অফিস বলছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে প্রধানত পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী দুদিন কোথাও কোথাও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

 Weather Forecast
  • 7/9

 আজ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার  উপকূলের কাছাকাছি এলাকাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

Advertisement
 Weather Forecast
  • 8/9

আগামী তিনদিন দক্ষিণবঙ্গে কিছুটা কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। তাপমাত্রা কিছুটা বাড়বে উপকূলের কাছাকাছি এলাকাতে। আগামী ৩-৪ দিন তেমন কোন চেঞ্জ হবে না, মোটের ওপর আবহাওয়া এরকমই থাকবে। ৫ তারিখ থেকে আবার তাপমাত্রা একটু কমবে।

 Weather Forecast
  • 9/9

উত্তরবঙ্গের ক্ষেত্রেও  আগামী ৫ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং-এর কয়েকটি এলাকায়   আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের আগামী ৩ দিন সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। 

 
 

 

 

Advertisement