scorecardresearch
 
Advertisement
কলকাতা

Cyclone Sitrang Update:ধেয়ে আসছে সিতরাং, এই জেলাগুলিতে ঝড়-অতিভারী বৃষ্টির সতর্কতা

Cyclone Sitrang Update
  • 1/12

কালীপুজোর সময় ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। রবিবার সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার। দেখা নেই সূর্যের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী ২৫ অক্টোবর সাত সকালেই ভূমি স্পর্শ করবে ঘূর্ণিঝড় সিতরাং। 

Cyclone Sitrang Update
  • 2/12

হাওয়া অফিস জানিয়েছে,পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার পর আগামী ১২ ঘণ্টার মধ্যে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। যার নাম সিতরাং।       

Cyclone Sitrang Update
  • 3/12

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও উত্তর-পূর্বে দিকে অভিমুখ হবে ঘূর্ণিঝড় সিতরাংয়ের। তা পশ্চিমবঙ্গের দিকে আসছে না।

Advertisement
Cyclone Sitrang Update
  • 4/12

২৫ অক্টোবর, মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি পৌঁছবে তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মধ্য দিয়ে বাংলাদেশে। বরিশালের কাছাকাছি এলাকা দিয়ে যাবে।      

Cyclone Sitrang Update
  • 5/12

বাংলাদেশে ঘূর্ণিঝড়ের অভিমুখ হলেও ২৩ অক্টোবর, অর্থাৎ রবিবার থেকে এ বঙ্গে শুরু হবে বৃষ্টিপাত। সেই সঙ্গে ১০০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের পূর্বাভাসও রয়েছে।    

Cyclone Sitrang Update
  • 6/12

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার বিকেল থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ।

Cyclone Sitrang Update
  • 7/12

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনী এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে  দুই ২৪ পরগনা ও নদিয়ায়। 
 

Advertisement
Cyclone Sitrang Update
  • 8/12

হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পশ্চিমবঙ্গের উপকূল ও দুই ২৪ পরগনায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
 

Cyclone Sitrang Update
  • 9/12

সোমবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে  শুরুতে ঝোড়ো হাওয়ার গতি থাকবে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। পরে তা পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটারে। সর্বোচ্চ গতিবেগ ৯০ কিলোমিটার  প্রতি ঘণ্টায়। 

Cyclone Sitrang Update
  • 10/12

মঙ্গলবার দুই ২৪ পরগনায় ঘণ্টায় সকালে বাড়বে হাওয়ার গতিবেগ। সকালে প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। সর্বোচ্চ বেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। 
 

Cyclone Sitrang Update
  • 11/12

ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতা,হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

Advertisement
Cyclone Sitrang Update
  • 12/12

মৎস্যজীবীদের উপকূলে যেতে বারণ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে। সোম ও মঙ্গলবার বন্ধ করে দেওয়া হচ্ছে ফেরি পরিষেবা। 'ল্যান্ড ফলে'র সময় ৫ থেকে ৬ মিটার উঁচুতে উঠবে ঢেউ।  দিঘা, মন্দারমণি, শঙ্করপুরে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের।
 

Advertisement