শুক্রবার সৃষ্টি হওয়া নিম্নচাপ শনিবার সকাল সাড়ে আটটায় ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে নিম্নচাপটি। শীঘ্রই তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
যার জেরে কালীপুজোর দিন থেকেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় সিতরাং-এর গতিবিধির দিকে নজর রাখা হয়েছে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। আরও উত্তর-পশ্চিমে এগিয়ে এই নিম্নচাপ রবিবার সকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। তার পর সাগরেই দিক পরিবর্তন হতে পারে নিম্নচাপের। উত্তর-পূর্ব অভিমুখে এগোতে এগোতে সোমবার সকালের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ২৫ অক্টোবর মঙ্গলবার ভোর নাগাদ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে চলেছে। তবে তা পশ্চিমবঙ্গ উপকূলে নয়, বাংলাদেশ উপকূলে।
ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার।সিতরাং-এর প্রভাবে বাংলাদেশ উপকূলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, জানিয়েছে হাওয়া অফিস।
এর জেরে আগামী ২৪ ও ২৫ শে অক্টোবর সুন্দরবনের ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । একই সঙ্গে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে পর্যটকদের স্নান করা ও নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জানিয়ে বলা হয়েছে ২৪ অক্টোবর রবিবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে।
২৪ তারিখ দুই চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শুধুই ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ২৫ তারিখ ‘সিতরাং’ উপকূলে আছড়ে পড়ার পর দক্ষিণবঙ্গে বৃষ্টি খানিক কমার সম্ভাবনা আছে। সেদিন শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।