scorecardresearch
 
কলকাতা

জাঁকিয়ে ঠান্ডা পড়তে আর কতদিন? যা জানাচ্ছে হাওয়া অফিস

তাপমাত্রা
  • 1/8

আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও নামবে। জেলাগুলিতে বিশেষ করে পারদ নিম্নমুখী থাকবে। এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস। 
 

উত্তরবঙ্গে
  • 2/8

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। 
 

তাপমাত্রা
  • 3/8

হাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা আরও কমবে। ২-৩ ডিগ্রি তাপমাত্রা রাতের দিকে নামবে।

অনেকটা
  • 4/8

এই সময়ে জেলাগুলিতেও তাপমাত্রা অনেকটা নিম্নমুখী থাকবে। 

পরিবর্তনের
  • 5/8

তবে এখনই তাপমাত্রার পরিবর্তনের খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। 

পরিষ্কারই
  • 6/8

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে।

সম্ভাবনা
  • 7/8

হাওয়া অফিস জানিয়েছে, ২৯ তারিখ ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। আন্দামান সাগরে। তবে অনেকটা দূরে।

আলিপুর
  • 8/8

তবে এখনই জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনওরকম সম্ভাবনা নেই। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।