scorecardresearch
 
Advertisement
কলকাতা

Kolkata Metro Railway Installed Token Sanitizer Machine : COVID সংক্রমণ ঠেকাতে কলকাতা মেট্রোয় বসল টোকেন-শোধন যন্ত্র

Kolkata Metro Railway installed Token sanitizer machine abk one
  • 1/12

Kolkata Metro Railway Installed Token Sanitizer Machine: কলকাতা মেট্রো (Kolkata Metro Railway)-য় ফিরল টোকেন। বৃহস্পতিবার থেকে সেই ব্য়বস্থা ফের চালু করে দেওয়া হল। টোকেন থেকে যাতে সংক্রমণ না ছড়ায়, সে জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Ola-Uber-কে টেক্কা দিতে কলকাতার অ্যাপ-ক্যাব চালকেরা আনলেন ryde!

 

Kolkata Metro Railway installed Token sanitizer machine abk two
  • 2/12

কলকাতা মেট্রো (Kolkata Metro Railway) জানাচ্ছে, বসানো হয়েছে ৪০টি স্যানিটাইজার মেশিন (Token Sanitizer Machine)। সব স্টেশনে সেগুলো বসানো হয়েছে। টোকেনের জীবাণুনাশের জন্য এই ব্যবস্থা।

আরও পড়ুন: বিশ্বভারতীর অনুমতি না পেলে বিকল্প জায়গায় পৌষমেলা করতে চায় বোলপুর পুরসভা

 

Kolkata Metro Railway installed Token sanitizer machine abk three
  • 3/12

টোকেন (Token) নিয়ে ওই যন্ত্রে জীবাণুনাশ করা হবে। আলট্রা-ভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির সাহায্য়ে সেই কাজ করা হবে। সে কাজ করতে মিনিট চারেক লাগবে। স্যানিটাইজেশনের পর ফের সেগুলো ব্যবহার করা হবে।

Advertisement
Kolkata Metro Railway installed Token sanitizer machine abk four
  • 4/12

ঠিক হয়েছে, তুলনামূলক বড় স্টেশনে রাখা হবে দু'টি করে স্যানিটাইজেশন মেশিন (Token Sanitizer Machine)। অন্যদিক, ছোট স্টেশনে রাখা হবে একটি করে মেশিন।

Kolkata Metro Railway installed Token sanitizer machine abk five
  • 5/12

সোমবার কলকাতা মেট্রো রেলের তরফে টোকেন (Token) ফেরানোর কথা জানাানো হয়েছিল। করোনাভাইরাসের সংক্রমণের কারণে মেট্রোয় টোকেন ব্যবহার বন্ধ ছিল। কাজ চালানো হচ্ছিল স্মার্ট কার্ডের মাধ্যমে।

Kolkata Metro Railway installed Token sanitizer machine abk six
  • 6/12

মেট্রো রেল (Kolkata Metro Railway) এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর-দক্ষিণ (নর্থ-সাউথ) এবং ইস্ট ওয়েস্ট মেট্রোয় টোকেন (Token) পাওয়া যাবে। বৃহস্পতিবার থেকে সেগুলি মিলবে। মেট্রোর সব স্টেশনের কাউন্টার টোকেন পাওয়া যাবে আগের মতো। ঠিক যেমন আগে পাওয়া যেত।

Kolkata Metro Railway installed Token sanitizer machine abk seven
  • 7/12

যাত্রীদের সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যারা যাঁরা কম মেট্রো ব্যবহার করেন। তাঁদের পক্ষে স্মার্ট কার্ডের থেকে টোকেনই বেশি সুবিধার।

Advertisement
Kolkata Metro Railway installed Token sanitizer machine abk eight
  • 8/12

মেট্রো (Kolkata Metro Railway) স্টেশনের টিকিট কাউন্টার ছাড়াও অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (এ এস সি আর এম) থেকেও তা পাওয়া যাবে। 

Kolkata Metro Railway installed Token sanitizer machine abk nine
  • 9/12

মেট্রোর নিত্যযাত্রীদের কাছে আবেদন করেছে, তাঁরা যাতে স্মার্ট কার্ড (Smart Card) ব্যবহার করেন। কারণ স্মার্ট কার্ড ব্যবহার করলে অনেক সুবিধা পাওয়া যেতে পারে। বিশেষ করে এই করোনা সংক্রমণের সময়। এর ফলে লাইন হয় না টিকিট কাউন্টারের সামনে। ফলে ভিড় কম হবে বা অনেকটাই এড়ানো যাবে।

Kolkata Metro Railway installed Token sanitizer machine abk ten
  • 10/12

স্মার্ট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ছাড় পাওয়া যায়। এখন টিকিট কাউন্টার ছাড়া অনলাইনেও রিচার্জ করার পরিষেবা শুরু হয়েছে। 

Kolkata Metro Railway installed Token sanitizer machine abk eleven
  • 11/12

করোনা সংক্রমণ ঠেকাতে দেশে ছিল লকডাউন। তা ওঠার পর ফের যখন মেট্রো (Kolkata Metro Railway) পরিষেবা চালু হয়, তখন টোকেন পরিষেবা বন্ধ রেখেছিল মেট্রো। তার বদলে শুধুমাত্র স্মার্ট কার্ডে যাতায়াত করা যাচ্ছিল।

Advertisement
Kolkata Metro Railway installed Token sanitizer machine abk twelve
  • 12/12

যাত্রীদের অনেকেই দাবি তুলেছিলেন, টোকেন (Token) ফিরিয়ে আনার। কিন্তু সংক্রমণের ভয়ে সে কাজ করা যায়নি। এখন সংক্রমণের হার কিছুটা কম। ফলে আগের ব্য়বস্থা ফিরিয়ে আনল মেট্রো।

Advertisement