scorecardresearch
 
Advertisement
কলকাতা

Bengal Corona Vaccination: করোনার ভ্যাকসিনেশন নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের, জানুন

কুপন ছাড়া মিলবে না করোনার ভ্যাকসিন
  • 1/10

মঙ্গলবার মুর্শিদাবাদ, জলপাইগুড়ি জেলার Corona ভ্যাকসিন কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। এর আগেও একাধিক জেলায় এই ছবি দেখা গিয়েছিল। সেই কারণে ভ্যাকসিনেশন নিয়ে নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। সূত্রের খবর মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই নির্দেশিকা জারি করেছেন। 

কুপন ছাড়া মিলবে না করোনার ভ্যাকসিন
  • 2/10

নির্দেশিকার জানানো হয়েছে, এবার জেলাগুলিতেও কুপন থাকলেই ভ্যাকসিন দেওয়া হবে। প্রসঙ্গত, কলকাতায় আগেই এই নিয়ম চালু হয়েছে। এবার জেলাগুলিতেও একইভাবে ভ্যাকসিনেশন হবে। সেই জন্য ৮ দফা নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 

কুপন ছাড়া মিলবে না করোনার ভ্যাকসিন
  • 3/10

কী কী সেই নির্দেশিকা? (১)ভ্যাকসিন নেওয়ার এক বা দু' দিন আগে কুপন নিতে হবে। 

Advertisement
কুপন ছাড়া মিলবে না করোনার ভ্যাকসিন
  • 4/10

২) দুয়ারে সরকারের ক্যাম্পের মতো ভ্যাকসিনের ক্ষেত্রেও বুথ ভিত্তিক ভ্যাকসিন দেওয়া যায় কিনা তা চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে বুথে বুথে ভ্যাকসিনেশন হলে ভিড় অনেকটাই কমবে বলে মনে করছে রাজ্য। 

কুপন ছাড়া মিলবে না করোনার ভ্যাকসিন
  • 5/10

৩) এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন জেলাতে টাস্কফোর্স গঠন করার কথা বলা হয়েছে। 

কুপন ছাড়া মিলবে না করোনার ভ্যাকসিন
  • 6/10

৪) যে স্কুল বিল্ডিংগুলিতে ভ্যাকসিন দেওয়া হবে সেখানে যাতে পর্যাপ্ত জায়গা বা বড় মাঠ থাকে তাও দেখতে হবে। 

কুপন ছাড়া মিলবে না করোনার ভ্যাকসিন
  • 7/10

৫) জেলাশাসক,পুলিশ সুপার ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দের এমনটাই নির্দেশ মুখ্যসচিবের বলে নবান্ন সূত্রে খবর।

Advertisement
কুপন ছাড়া মিলবে না করোনার ভ্যাকসিন
  • 8/10

৬) যাদের কুপন থাকবে তাঁরাই ভ্যাকসিন পাবেন। অর্থাৎ কুপন না থাকলে ভ্যাকসিন পাওয়া যাবে না। 

কুপন ছাড়া মিলবে না করোনার ভ্যাকসিন
  • 9/10

৭) যে কেন্দ্রগুলিতে ভ্যাকসিন দেওয়া হবে সেই কেন্দ্রগুলি সম্পর্কে থানাকে স্থানীয় জানাতে হবে।

কুপন ছাড়া মিলবে না করোনার ভ্যাকসিন
  • 10/10

৮) কুপন দেওযার ক্ষেত্রেও কড়াকড়ি করেছে রাজ্য। জানানো হয়েছে, স্বাস্থ্য দফতর বা ICDS কর্মীদের মাধ্যমেই ভ্যাকসিনের কুপন নিতে হবে। অন্য কারও থেকে নয়। 
 

Advertisement