বুধবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, এদিনও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতে বুধবার ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সকালেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। সেই তালিকায় রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। এই জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে শুধু এদিন নয়, বৃহস্পতিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হওয়া জেলার তালিকায় রয়েছে জলপাইগুড়ি ও কালিম্পং। বাকি জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
হাওয়া অফিস এও জানিয়েছে, আগামী বেশ কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি চলতে থাকবে। অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা অল্প।
তবে আশার কথা, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করেনি হাওয়া অফিস। বৃহস্পতিবারও বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। দিনের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তন হবে না।