scorecardresearch
 
Advertisement
কলকাতা

Durga Puja Guideline : কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন

কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন
  • 1/11

দুর্গাপুজো নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। এবারও Corona পরিস্থিতিতে পুজো হবে। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, এবারের পুজোয় কী করা যাবে আর কী করা যাবে না। মোট ১১ দফা নির্দেশিকা দিয়েছে সরকার। দেখে নেব একনজরে- 

কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন
  • 2/11

রাজ্য সরকার নির্দেশিকায় জানিয়েছে, প্যান্ডেল চারদিক থেকে খোলা রাখতে হবে। একে অপরের সঙ্গে যাতে দূরত্ব বজায় রাখতে পারে সেই রকম জায়গায় প্যান্ডেল বানাতে হবে। প্রবেশ এবং বেরনোর পথ হবে আলাদা। 

কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন
  • 3/11

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক। প্রত্যেকটি পুজো মণ্ডপকে  মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। যাতে দর্শকরা তা নিতে পারেন। 

Advertisement
কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন
  • 4/11

 যত বেশি সম্ভব স্বেচ্ছাসেবক মণ্ডপে থাকবে। মাস্ক পরতে হবে  তাঁদেরও। তাঁদেরও মানতে হবে শারীরিক দূরত্ব।
 

কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন
  • 5/11

 পুজো মণ্ডপে কোনওরকম সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। 

কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন
  • 6/11

পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বিচারকরা মণ্ডপে ভিড় করতে করতে পারবেন না। ২টি গাড়ি নিয়ে মণ্ডপে ঢুকতে পারবেন তাঁরা। 
 

কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন
  • 7/11

ভিড় কমানোর জন্য পুজো কমিটিগুলিকে সোশাল মিডিয়ায় প্রচার চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement
কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন
  • 8/11

চেষ্টা করতে হবে কম সংখ্যক মানুষের উপস্থিতিতে পুজো উদ্বোধনের। কম জাঁকজমকপূর্ণভাবে করলে মানুষের উপস্থিতি কম হবে। 

কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন
  • 9/11

পুজোর জন্য কমিটিগুলিকে অনলাইনে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। 

কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন
  • 10/11

এমন পরিস্থিতিতে রাজ্যের তরফে কার্নিভালের আয়োজন করা হচ্ছে না।

কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন
  • 11/11

পুজো মণ্ডপে সাধারণ মানুষ কীভাবে প্রবেশ করবে, তাঁরা যাতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলেন- ইত্যাদি বিষয়ে তৃতীয়ার মধ্যে পুজো কমিটিকে ব্যবস্থা করতে হবে। 

 ১১তম নির্দেশিকায় রাজ্য সরকার কী কী সুবিধা দেবে পুজো মণ্ডপগুলিকে তার খতিয়ান দিয়েছে। 

Advertisement