পেট্রোল ও ডিজেলের দামের উপর শুল্ক কমিয়েছে কেন্দ্র সরকার। অনেক রাজ্যও VAT কমিয়েছে। তবে পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটেনি।
রাজ্য সরকারকে VAT কমানোর দাবি জানিয়েছে BJP। তবে নিজেদের অবস্থানে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। সোমবার থেকে সেই ইস্যুতে পথে নেমেছে গেরিয়া শিবির।
মঙ্গলবারও একই ইস্যুতে কলকাতার রাজপথে বিক্ষোভ দেখাল তারা। খোদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিক্ষোভে উপস্থিত ছিলেন।
এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্য সরকারকে কার্যত হুঁশিয়ারি দেন তিনি। সাফ জানান, পেট্রোল-ডিজেলের দাম না কমালে তাদের তরফে নবান্ন অভিযান করা হবে।
মানিকতলার ওই বিক্ষোভ কর্মসূচি থেকে সুকান্ত মজুমদার বলেন, 'রাজ্য সরকার পেট্রোল- ডিজেলর শুল্ক না কমালে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম না ভাঙলে, আমরা নবান্ন অভিযোগ করব।'
তাঁর কথায়, 'একাধিক রাজ্য পেট্রোল- ডিজেলের দাম কমিয়েছে। তা হলে বাংলা কেন পারবে না? আমরা তো শুনে ছিলাম এগিয়ে বাংলা। বাংলা তো এখন পিছিয়ে যাচ্ছে।'
'সব রাজ্য পারছে। এমন কী পাঞ্জাব, ওড়িশা রাজ্যও শুল্ক কমিয়েছে। তা হলে বাংলা কেনও পারবে না? মানুষের চাপে উনি শেষ পর্যন্ত বাধ্য হবেন পেট্রোল- ডিজেল এর শুল্ক কমাতে।'
রাজ্য সরকারের বাণিজ্য সম্মেলনের আয়োজন প্রসঙ্গে BJP-র রাজ্য সভাপতি বলেন, 'মুখ্যমন্ত্রী ন্যানো হটিয়েছেন। ডাবর চলে গেছে। দুটো কোম্পানি চলে গেছে। শুধু বিজ্ঞাপনে থাকার চেষ্টা করছেন। সেজন্য এখন এই সব করছেন।'
প্রসঙ্গত, সোমবার থেকেই পেট্রোপণ্যের উপর VAT কমানোর দাবিতে আন্দোলন শুরু করেছে বঙ্গ BJP। বঙ্গ BJP-র পার্টি অফিস থেকে সোমবার মিছিল বের হওয়ার কথা ছিল। তবে তা আটকে দেয় পুলিশ।