Bengal Summer Update : আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন আগামী সপ্তাহে নেই। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনাও তেমন নেই।
উত্তরবঙ্গে বিগত বেশ কিছুদিন ধরে চলছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে যে বৃষ্টিতে চলছে সেটি আরও ৪-৫ দিন চলার সম্ভাবনা থাকছে।
পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে। তবে তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।
বেলা বৃদ্ধি সঙ্গে সঙ্গে গরমের দাপট বাড়ছে। বৃষ্টি না হওয়ায় বেজায় অস্বস্তি বেড়েছে সকলের। তবে আবহাওয়া পরিবর্তন এখনই হবে না বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
দেশের ৫টি রাজ্যে তাপপ্রবাহের সতর্কবার্তা করেছে আবহাওয়া দফতর। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাবের মতো রাজ্যগুলি।
আবহাওয়া দফতর (IMD) টুইট করে জানিয়েছে, "রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে আগামী পাঁচ দিন ভয়াবহ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।"