
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতকর্তা জারি করল আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে গরম চলবে। তবে বিকেলের ঝোড়ো হাওয়ায় খানিক স্বস্তি মিললেও মিলতে পারে।

আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে।

তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না কলকাতা ও সংলগ্ন এলাকায়।

উপকূলীয় জেলাগুলিতে মেঘলা আকাশ থাকতে পারে। বিকালের দিকে হাওয়া বইবে। কলকাতাবাসীও স্বস্তি পেতে পারেন।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে তাপমাত্রার কোন পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গে বৃষ্টিতে চলবে। আরও ৪-৫ দিন চালু থাকবে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায়।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।