সেই কবে ঢুকে গিয়েছে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা টেরই পাওয়া যাচ্ছে না। তেমন ভারী বৃষ্টি বা টানা বৃষ্টি এখনও পর্যন্ত হয়নি। হাওয়া অফিসও জানাল, দক্ষিণবঙ্গে বর্ষা এখন দুর্বল।
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই টানা বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা।
কেন বৃষ্টির দেখা নেই? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,নিম্নচাপ অক্ষরেখা তৈরি হলে বর্ষার পথ সুগম হয়। বঙ্গোপসাগরে নিম্নচাপ নেই। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না। আর উত্তরবঙ্গের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা থাকায় বৃষ্টি হচ্ছে।
বিশেষ করে উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।