scorecardresearch
 
Advertisement
কলকাতা

West Bengal Rain Alert: শক্তিশালী নিম্নচাপ, শনিবার থেকে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Update
  • 1/10


রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে তৈরি হয়েছে নিম্নচাপ। তা ক্রমশ ঘনীভূত হচ্ছে। তার প্রভাবে  শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাল আবহাওয়া দফতর।

Weather Update
  • 2/10

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে,নিম্নচাপ এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশার কাছে রয়েছে। আগামী ৩৬ ঘণ্টায় তা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।

Weather Update
  • 3/10

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামিকাল, শনিবার থেকে বৃষ্টিপাত শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস।     

Advertisement
Weather Update
  • 4/10

আগামী ১০ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। 

Weather Update
  • 5/10

রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাত। সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 

Weather Update
  • 6/10

সোমবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
 

Weather Update
  • 7/10

১৩ তারিখ মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা। 

Advertisement
Weather Update
  • 8/10

উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে।বিশেষ করে দুই দিনাজপুর ও মালদায় আগামী ১২ ও ১৩ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

Weather Update
  • 9/10

যেহেতু নিম্নচাপ সমুদ্রের উপর থাকবে তাই উপকূলের জেলাগুলিতে ঘন্টায় ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। 

Weather Update
  • 10/10

কয়েকটি জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

Advertisement