scorecardresearch
 
Advertisement
কলকাতা

Weather Update: কয়েকঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল, তুমুল বৃষ্টি হবে এই জেলাগুলিতে

পূর্বাভাস
  • 1/9

Weather Update: শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। হাওয়া অফিস জানিয়েছে এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। 

বৃষ্টিপাতের
  • 2/9

রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।
 

সম্ভাবনা
  • 3/9

সোমবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কিছু জেলায় হতে পারে ভারী বৃষ্টি। 

Advertisement
দক্ষিণবঙ্গে
  • 4/9

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। তার জেরে ৩-৪ দিন ধরে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

মন্দারমনির
  • 5/9

পুজোর আগে এবং সপ্তাহের শেষে এই সময়টা পর্যটন ক্ষেত্রগুলিতে বেশি ভিড় থাকে। তাই দিঘা, মন্দারমনির মতো এলাকাগুলিকেও সতর্ক করা হয়েছে। 

মৎস্যজীবীদের
  • 6/9

নিম্নচাপের জেরে উত্তাল থাকতে পারে সমুদ্রও। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

সর্বনিম্ন
  • 7/9

শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৪ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Advertisement
আবহাওয়ার
  • 8/9

উত্তরবঙ্গে আগামী ১৩ তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এখন সেখানে আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। 
 

নাজেহাল
  • 9/9

তবে নিম্নচাপের পূর্বাভাস থাকলেও ভ্যাপসা গরমে ক্রমশ নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। সেই সঙ্গে বেড়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। 

Advertisement