রবিবার এই পূর্বাভাস দিল কলকাতা আবহাওয়া দফতর। তাদের তরফে পূর্বাভাস, কলকাতায় যেমন ১৮ ডিগ্রি বা তার আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। তেমনই তাপমাত্রা থাকবে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী চার-পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই এমন আবহাওয়া থাকবে।
রাতের তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও পরিবর্তন আগামী চার পাঁচদিন লক্ষ্য করা যাবে না। তবে তারপর থেকে বাড়তে পারে তাপমাত্রা।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ৩০ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের দক্ষিণ আন্দামান সাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে বৃষ্টিপাতও হতে পারে।
তবে পুরোপুরি ঠান্ডা কবে থেকে পড়বে তা এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হচ্ছে না।
এখন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।