scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Train Cancellation: আগামী ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে দক্ষিণ-পূর্ব রেলের একাধিক এক্সপ্রেস ট্রেন, থাকল তালিকা

Train Cancellation
  • 1/9

রাজ্যের পাশাপাশি গোটা দেশে শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ । ভোরের দিকে হালকা কুয়াশাও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় । প্রতিবছরই কুয়াশার কারণে দৃশ্যমান্যতার অভাবে একাধিক ট্রেন  নির্দিষ্ট সময়ের অনেক লেটে চলে। 

Train Cancellation
  • 2/9

তাই এবছর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে  আগে থেকেই দক্ষিণ-পূর্ব শাখায় একাধিক ট্রেন আগামী তিন মাসের জন্য পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে । ৬ টি দূরপাল্লার ট্রেন বন্ধ রাখা হচ্ছে। থাকল সেই তালিকা।
 

Train Cancellation
  • 3/9

২২৮৫৭ সাঁতরাগাছি - আনন্দবিহার এক্সপ্রেস
 সাঁতরাগাছি  থেকে আনন্দবিহার যাওয়ার এই দূরপাল্লার ট্রেনটি আগামী ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
 

Advertisement
Train Cancellation
  • 4/9

২২৮৫৮ আনন্দ বিহার - সাঁতরাগাছি
উল্টোদিকে, আনন্দবিহার থেকে সাঁতরাগাছি আসার দূরপাল্লার ট্রেনটিও  বাতিল থাকবে আগামী ৭ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত।

Train Cancellation
  • 5/9

১২৮৭৩ হাতিয়া - আনন্দ বিহার এক্সপ্রেস
 এই দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে আগামী ৩০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
 

Train Cancellation
  • 6/9

২৮৭৪ আনন্দ বিহার- হাতিয়া এক্সপ্রেস
উল্টো দিক থেকে আসা ১২৮৭৪ আনন্দ বিহার - হাতিয়া এক্সপ্রেস বাতিল থাকবে ১ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত।
 

Azmeri Haque Badhon
  • 7/9

 ১৮১০৩ টাটানগর - অমৃতসর এক্সপ্রেস
 আগামিকাল অর্থাৎ সোমবার থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে এই দূরপাল্লার ট্রেন।

Advertisement
Train Cancellation
  • 8/9

১৮১০৪ অমৃতসর - টাটানগর এক্সপ্রেস
একইভাবে উল্টো দিক থেকে আসা ১৮১০৪ অমৃতসর - টাটানগর এক্সপ্রেস বাতিল থাকবে ১ ডিসেম্বর থেকে ২ মার্চ পর্যন্ত।

Train Cancellation
  • 9/9

পাশাপাশি  দক্ষিণ-পূর্ব রেলের অধীনে চলা ১২৩৫৬ এবং ১২৩৬৬ পাটনা -রাঁচি এবং রাঁচি- পাটনা এক্সপ্রেস ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার বাতিল থাকবে।

Advertisement