১ জুন থেকে দক্ষিণবঙ্গে ৫০ শতাংশ বৃষ্টির ঘাটতি। বর্ষা বৃষ্টি এখনও হয়নি। তবে এবার ঘাটতি মিটে চলেছে বলে জানাল হাওয়া অফিস। আগামী দিনে বর্ষার স্বাভাবিক বৃষ্টিই হবে দক্ষিণবঙ্গে। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
হাওয়া অফিস জানিয়েছে,গতকাল ওড়িশা ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ছিল। সেই সঙ্গে ওড়িশার উপর দিয়ে চলে গিয়েছে মৌসম অক্ষরেখাও।
দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দু-এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনাও।
কলকাতায় আজ এক-দু পশলা বৃষ্টিপাত হবে। তবে রবিবার ও সোমবার দফায় দফায় বৃষ্টির হতে পারে। কমবে তাপমাত্রাও।