দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুশির খবর শোনাল আবহাওয়া অফিস। আজ, রবিবার ও কাল সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাল।
চলতি বর্ষার মরসুমে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। জুলাইয়ের অর্ধেক কেটে গেলেও দেখা মিলছিল না ভারী বৃষ্টির।
তবে, আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানায় হাওয়া অফিস। ইতিমধ্যে মেঘলা আকাশে ঢেকেছে শহর কলকাতা ও সংলগ্ন জেলাগুলি।
ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায়। দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে।