ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। আর তার জেরে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বিরাট বদল।
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমাগত সরে আসবে দক্ষিণবঙ্গের কাছাকাছি। যার জেরে বৃষ্টি হবে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। কলকাতাতেও হবে বৃষ্টি।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারের পর বৃষ্টি আরও বাড়বে। রবি ও সোম অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা।