গতকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত জায়গায় বর্ষা প্রবেশ করেছিল। তবে আজ রাজ্যের সর্বত্র বর্ষা প্রবেশ করেছে। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আগাম বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছিল। কারণ, বর্ষা সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারেনি।
তবে এবার বর্ষা প্রবেশের ফলে দক্ষিণবঙ্গে আগামী ৩ থেকে ৪ দিন বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই বৃষ্টির পরিমাণ হবে হাল্কা থেকে মাঝারি।
আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। আর বজ্রবিদ্যুৎ-সহ বেশি হবে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। আগামী ২৪ ঘণ্টায় তা দেখা যেতে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। উত্তরবঙ্গে ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। ২ থেকে ৩ দিন পর এই বৃষ্টির পরিমাণ ফের বাড়বে।
আলিপুর হাওয়া অফিস আরও জানিয়েছে, গরম খুব বেশি থাকবে একথা বলা যাবে না । বর্ষার সময় যেমন তাপমাত্রা থাকে তেমনই থাকবে।