scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Monsoon Update : দক্ষিণবঙ্গে এগোল বর্ষা, কলকাতায় বাড়বে বৃষ্টি, বাকি জায়গায়?

প্রতীকী ছবি
  • 1/7

দক্ষিণবঙ্গে আরও কিছুটা অগ্রসর হয়েছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ বাদ দিয়ে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal) বর্ষার প্রবেশ ঘটেছে। 

প্রতীকী ছবি
  • 2/7

যার জেরে আপাতত ৫ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ থাকবে মেঘলা। 

প্রতীকী ছবি
  • 3/7

সঙ্গে বিক্ষিপ্তভাবে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Monsoon 2022)। 

আরও পড়ুন - সাইকেল থেকে পড়ে গেলেন জো বাইডেন, দেখুন VIDEO

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

যদিও আজ কলকাতায় (Kolkata) একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। 

আরও পড়ুন'গান গুলো রেখো ভাল', এবার নচিকেতার গলায় বাংলা গজল

প্রতীকী ছবি
  • 5/7

একইসঙ্গে এইসময় তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। আজ সোমবার (Monday) শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। 

প্রতীকী ছবি
  • 6/7

পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। 

প্রতীকী ছবি
  • 7/7

অন্যদিকে উত্তরবঙ্গ, বিশেষত উপরের দিকের ৫ জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী সম্ভাবনা রয়েছে। তবে ২১ তারিখ থেকে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টিপাত কমবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।  

Advertisement