Summer Weather Forecast: শীত বিদায়ের পর ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বেশ গরম অনূভূত হচ্ছে। মাঝে কয়েকদিন বৃষ্টিও হয়েছিল। তবে এখন তার সম্ভাবনা নেই। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
তাপমাত্রা বাড়লেও খুব একটা সমস্যা আপাতত নেই। কারণ আপেক্ষিক আর্দ্রতা তেমন ভাবে বাড়ছে না বা বাড়েনি।
তাই ঘর্মাক্ত আবহাওয়া নেই। ফলে এখন সব মিলিয়ে স্বস্তিদায়ক আবহাওয়া থাকার সম্ভাবনা।
আরও পড়ুন: হোয়াটসঅ্য়াপের সব থেকে বড় সমস্যা মিটতে চলেছে, আসছে শানদার ফিচার
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দিন চারেক মোটের ওপর গাঙ্গেয় পশিচমবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।
বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা থাকছে না। আগামী ৪-৫ দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়ায় বাড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ২০-২১ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
মোটের ওপর বলতে গেলে দিনের বেলায় গরম, রাতে হালকা ঠান্ডা। অস্বস্তিকর আবহাওয়া নেই। এর কারণ হল আপেক্ষিক আর্দ্রতা কম।
আরও পড়ুন: সেচের জল থেকে ধানে যাচ্ছে আর্সেনিক, ভাত কতটা নিরাপদ?
দিনের তাপমাত্রা বাড়ছে। রাতে হালকা ঠান্ডা অনুভব করছি। ঘর্মাক্ত ব্যাপার। আগামী ৫ দিন নেই। বীরভূমে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশ।
বারাসত, বসিরহাটেও ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোয় ১৭-১৮, উপকূলের ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে।