আবহাওয়া নিয়ে সুখবর। তাপপ্রবাহ শনিবারও চলবে রাজ্যের একাধিক জেলায়। তবে তারপরই স্বস্তি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার তাপপ্রবাহ থাকবে ৪ জেলায়। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান। এই জেলাগুলির তাপমাত্রাও বাড়তে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি।
তবে রবিবার থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
ঝড়ের গতিবেগ থাকতে পারে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবার শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। শুষ্ক ও গরম আবহাওয়া শনিবার পর্যন্ত। উইকেন্ডে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। রবি ও সোমবার রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস।