scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Rain Today: গরম কাটিয়ে ফের স্বস্তির বৃষ্টি? জানুন আবহাওয়ার আপডেট

স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গ
  • 1/10

রবিবারের বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গ। এরপর আজ, সোমবারও ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জেলায়। 

 উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা
  • 2/10

পূর্বাভাস অনুযায়ী, মূলত পশ্চিমের জেলাগুলিতে এদিন বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত
  • 3/10

সোমবার যদিও রবিবারের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। এরপর মঙ্গলবার থেকে বৃষ্টি হ্রাস পাবে।

Advertisement
১১ এপ্রিল বৃহস্পতিবার থেকে
  • 4/10

হাওয়া অফিস সূত্রে খবর, এরপর ফের ১১ এপ্রিল বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। 

সোম-মঙ্গলবারের বৃষ্টি
  • 5/10

মার্চের শেষ-এপ্রিলের শুরুর দাবদাহ থেকে অনেকটাই স্বস্তি দিয়েছে বৃষ্টি। সোম-মঙ্গলবারের বৃষ্টির ফলেও তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। তবে রাতের আকাশে মেঘ করে থাকলে সেক্ষেত্রে রাতের সর্বনিম্ন তাপমাত্রা সেভাবে হ্রাস না-ও পেতে পারে।

কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস
  • 6/10

সোমবার কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জলীয় বাষ্প
  • 7/10

বঙ্গোপসাগরের থেকে আসা জলীয় বাষ্প এবং ওড়িষার উপর নিম্নচাপ অক্ষরেখার কারণে এই বৃষ্টিপাত, মত আবহাওয়াবিদদের।

Advertisement
ঝোড়ো হাওয়ার সম্ভাবনা
  • 8/10

সাত জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম।

 বৃষ্টিপাতের সম্ভাবনা
  • 9/10

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর
  • 10/10

সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার জন্য়ই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তাই সপ্তাহের প্রথমদিনে বাড়ি থেকে বের হলে, সঙ্গে ছাতাটা নিতে ভুলবেন না। 

Advertisement