দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণবঙ্গে আজ-কালের মধ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ৩০ তারিখের পর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টি শেষ হওয়ার পরই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। গোটা রাজ্যেজুড়ে তাপমাত্রারও তেমন কোনও হেরফের হবে না বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।
দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝড়ও বইতে পারে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরের জেলাগুলিতে গতকাল থেকে ভারী বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টি আজ ও কাল চলবে। জানালেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, গতকালের থেকে আজ বেশিই বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তবে তারপর আগামী ৫ দিন উত্তরবঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে? সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হবে।
তবে ১ তারিখ থেকে খানিকটা কমবে। এক নাগাড়ে বৃষ্টি না হলেও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।