উত্তরবঙ্গে যতদিন ভারী বৃষ্টি চলবে ততদিন দক্ষিণে বৃষ্টি বাড়ার সম্ভাবনা নেই। কার্যত এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, আজও উত্তরবঙ্গের (North Bengal) ওপররে দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুরেও।
৩০ তারিখও উত্তরের ওপরের ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তারপর থেকে অবশ্য বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে।
আরও পড়ুন - ৫ বছর ধরে বিয়ে হচ্ছে না, শহরজুড়ে পোস্টার দিলেন যুবক; কী লেখা জানেন?
অন্যদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাতই চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি না থাকায় বাড়তে পারে তাপমাত্রা। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সেটিও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
আরও পড়ুন - ডায়েট-জিম করেও রোগা হচ্ছেন না? যে ২ ভিটামিনের অভাব মেদ ঝরতে দেয় না