বর্ষার জন্য হা হুতাশ করছে বাংলার মানুষ। তবে এখনও তেমন আশার কথা শোনাতে পারল না আলিপুর হাওয়া অফিস।
আগামী ৩ দিন রাজ্যে বর্ষার প্রভাব তেমন দেখা যাবে না। জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। তাদের তরফে এদিন জানানো হয়, রাজ্যে বর্ষা এখনও দুর্বল।
হাল্কা ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে। তবে সেই বৃষ্টি নিয়মিত নাও হতে পারে।
তবে ৩ দিন পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে রাজ্যে। ২৯ তারিখ নাগাদ বৃষ্টি বাড়তে পারে। তবে সেই বৃষ্টিও যে ভারী হবে তা এখনই বলা যাচ্ছে না।
এদিকে উত্তরবঙ্গে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হবে আগামী ২৪ ঘণ্টায়। বিশেষ করে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে এই বৃষ্টি হবে। আর দু একদিনের মধ্যে তা বাড়বে।
কলকাতায় হাল্কা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত হাল্কা ও মাঝারি বৃষ্টি হবে।