দক্ষিণবঙ্গে বর্ষা এখনও দুর্বল। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আপাতত দিন তিনেক দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে।
তুলনামূলকভাবে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে।
আরও পড়ুন - ৫ বছর ধরে বিয়ে হচ্ছে না, শহরজুড়ে পোস্টার দিলেন যুবক; কী লেখা জানেন?
২৯ ও ৩০ তারিখ তুলনামূলকভাবে কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। তবে আপাতত ভারী বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানাচ্ছে আজ শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হতে পারে বিক্ষিপ্তভাবে ২-১ পশলা বৃষ্টি।
আরও পড়ুন - চাঁদের মাটি খাওয়া আরশোলার দেহ নিলামে, ফেরৎ চাইছে NASA
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি বাড়বে। আজ ওপরের দিকের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের ২-১টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।