
হোলিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া? সোমবার জানিয়ে দিল হাওয়া অফিস।

ধীরে ধীরে বাড়তে শুরু করে গরম। এই প্রবণতা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী পাঁচদিন ধরে ধীরে ধীরে বাড়বে পারদ।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ধীরে ধীরে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আগামী ৫ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

বাংলার আবহাওয়া শুষ্ক থাকবে।

কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি।

হোলি ১৮ মার্চ। ওই দিন গরম পড়বে।