scorecardresearch
 
Advertisement
কলকাতা

Rath Yatra Weather West Bengal : রথের বিকেলেই দক্ষিণবঙ্গে নয়া ইনিংস বর্ষার, কোথায় কোথায় বৃষ্টি?

রথের বিকেলেই দক্ষিণবঙ্গে নয়া ইনিংস বর্ষার, কোথায় কোথায় বৃষ্টি?
  • 1/8

আজ রথ। রথের বিকেলে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টিপাত হবে? এই নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর এই নিয়ে ইতিমধ্যেই পূকর্বাভাস জারি করেছে। 

রথের বিকেলেই দক্ষিণবঙ্গে নয়া ইনিংস বর্ষার, কোথায় কোথায় বৃষ্টি?
  • 2/8

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রথের দিন অর্থাৎ আজ থেকে দক্ষিণবঙ্গে নতুন ইনিংশ শুরু করবে বর্ষা।

রথের বিকেলেই দক্ষিণবঙ্গে নয়া ইনিংস বর্ষার, কোথায় কোথায় বৃষ্টি?
  • 3/8

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতিভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। 

Advertisement
রথের বিকেলেই দক্ষিণবঙ্গে নয়া ইনিংস বর্ষার, কোথায় কোথায় বৃষ্টি?
  • 4/8

হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজও পড়তে পারে। ফলে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। 

রথের বিকেলেই দক্ষিণবঙ্গে নয়া ইনিংস বর্ষার, কোথায় কোথায় বৃষ্টি?
  • 5/8

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কোথাও বেশি কোথাও কম। তবে একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

রথের বিকেলেই দক্ষিণবঙ্গে নয়া ইনিংস বর্ষার, কোথায় কোথায় বৃষ্টি?
  • 6/8

কলকাতার  আবহাওয়াও দক্ষিণবঙ্গের মতোই থাকবে। সারাদিন মেঘবা আকাশ থাকবে। মাঝে মাঝে বৃষ্টি হতে পারে। 

রথের বিকেলেই দক্ষিণবঙ্গে নয়া ইনিংস বর্ষার, কোথায় কোথায় বৃষ্টি?
  • 7/8

তবে উত্তরবঙ্গের জন্য ভালো খবর। সেখানে একটানা অতিভারী বৃষ্টি শুরু হয়েছিল। তা খানিকটা কমেছে। একটানা বৃষ্টিক কোনও সম্ভাবনা নেই বললেই চলে। 

Advertisement
রথের বিকেলেই দক্ষিণবঙ্গে নয়া ইনিংস বর্ষার, কোথায় কোথায় বৃষ্টি?
  • 8/8

আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে নতুন করে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। 

Advertisement