Bengal Weather Kolkata Rain Forecast: উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু কমবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এখন ছবি থাকবে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতর এমনই পূর্বাভাস দিয়েছে।
রাজ্যে বর্ষা ঢুকে গেছে। এ বার উত্তরবঙ্গে আগেভাগেই ঢুকেছে। তার জেরে সেখানে দফায় দফায় টানা বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের অবস্থা তেমন ছিল না। সেখানে বর্ষা ঢুকতে খানিকটা সময় নিয়েছে। মানে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার বেশ কয়েকদিন পর বর্ষা দক্ষিণবঙ্গে এসেছে। সেখানাকার মানুষ বর্ষার জন্য অপেক্ষা করেছেন।
এ ব্য়াপারে আলিপুরের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ৩-৪ দিন উত্তরবঙ্গের জেলাগুলোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ একটু কমেছে সেখানে। এখন সেখানে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন: 'যুদ্ধ ছাড়া উপায় ছিল না,' দাবি পুতিনের 'বিহারীবাবু' MLA-র
আরও পড়ুন: 3BHK-রেডি টু মুভ ফ্ল্যাট চান ৭৯% মহিলা, বলছে সমীক্ষা, আপনিও?
আরও পড়ুন: এবার বিএসএনএল ধামাকা! ২০০ টাকার কমে ১০০ দিনের ভ্যালিডিটি- ফ্রি ডেটা-কল
বৃষ্টি যেটা হবে, সেটা হালকা থেকে মাঝারি। বুধবার এবং তার আগের দিন কয়েক সেখানে ভাল বৃষ্টি হয়েছে। তার আগে এক দফায় টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হবে। তবে সেটা একটু কম হবে। হালকা থেকে মাঝারি।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এ ছাড়া আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। অক্ষরেখার কারণে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছিল। সেটা একটু নেমেছে।
এবং তা দক্ষিণবঙ্গের কাছাকাছি এসেছে। তাই এখানে বৃষ্টি হচ্ছে। তা হলেও এই মুহূর্তে বর্ষা সক্রিয় ভাবে দক্ষিণবঙ্গে নেই।
ফলে যেটা সম্ভাবনা রয়েছে, সেটা হল বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি।
কলকাতার ক্ষেত্রেও একই রকমের অবস্থা। হালকা থেকে মাঝারি বৃষ্টি। টানা বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা পরিবর্তনও নেই। যেম ছিল তেমন
আলিপুর জানাচ্ছে, কলকাতা বা দক্ষিণবঙ্গে মেঘলা ভাব ছিল। আংশিক মেঘলা ছিল। সেখানে সাধারণত মেঘলা থাকবে। যেটুকু থেকে হালাকা থেকে মাঝারি।
কোথাও কিছু নেই। না উত্তরে না দক্ষিণবঙ্গে। উত্তরে কমবে বলা হয়েছিল। তা কমেছে। আগামী দিনে সেখানে ভারী বৃষ্টির সতর্কতা নেই।