বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বদল রাজ্যে। দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, ১৪ তারিখ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল হবে। ওই দিন ও তার পরদিন বৃষ্টি বাড়বে।
বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। এখন সেখানে হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে বৃহস্পতিবার থেকে ওই তিন জেলায় বৃষ্টি বাড়বে।
সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের বর্ষার পরিস্থিতি দুর্বল। উত্তর ও দক্ষিণবঙ্গের এই তিনদিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
যেভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলছে সেভাবেই চলবে। কিছুক্ষণ বৃষ্টি হয়ে ফের থেমে যাবে। এক নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
বৃষ্টির স্থায়িত্ব হবে ৫ থেকে ১০ মিনিট। রাজ্যে এত কম বৃষ্টির কারণ হল উড়িশার নিম্নচাপ। সেখানে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এখন তা অবস্থান করছে।
নিম্নচাপ অক্ষরেখার অবস্থানও এই রাজ্যের পক্ষে অনুকূল নয়। ফলে মেঘ তৈরি হচ্ছে সমুদ্রের উপরে। তাই বৃষ্টি হবে ওড়িশাতেই বেশি। আর সেই হাওয়া এ রাজ্যে আসছে বলে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে।