scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি

Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি
  • 1/10

আজ (সোমবার, ১৪ জুলাই, ২০২২) থেকে চালু হয়ে যাচ্ছে শিয়ালদহ মেট্রো (Sealdah Metro Station)। আজ উদ্বোধন হয়ে গেলেই শিয়ালদহ থেকে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো রেল।

Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি
  • 2/10

শিয়ালদহ মেট্রো স্টেশনের একদিকে ফুলবাগান আর অন্যদিকে এসপ্ল্যানেড। যে কোনও মেট্রো স্টেশনের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করবেন শিয়ালদহ মেট্রো হয়েই। 

Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি
  • 3/10

বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামাল দিতেই শিয়ালদহ মেট্রো স্টেশনে থাকছে তিনটি প্ল্যাটফর্ম বা আইল্যান্ড প্ল্যাটফর্ম। দু’পাশেই রয়েছে স্ক্রিনডোর। বিপুল ভীড়ের চাপ সামাল দিতে শিয়ালদহ মেট্রোয় থাকছে ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্ম।

Advertisement
Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি
  • 4/10

হাজার হাজার যাত্রীর ভীড় সামাল দিতে শিয়ালদহ মেট্রো স্টেশনে রয়েছে ৯টি সিঁড়ি, ১৮টি এস্কেলেটর আর মোট ২৭টি টিকিট কাউন্টার। বিশেষ ভাবে সক্ষমদের জন্য থাকছে একাধিক বিশেষ লিফটের ব্যবস্থা।

Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি
  • 5/10

লোকাল ট্রেন ধরে আসা বিপুল সংখ্যক যাত্রীরা যাতে সরাসরি মেট্রো স্টেশনে চলে আসতে পারেন, সে ব্যবস্থাও রয়েছে এখানে। লোকাল ট্রেনের টিকিটও কাটা যাবে শিয়ালদহ মেট্রো স্টেশন চত্বর থেকেই।

Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি
  • 6/10

এবার আসা যাক ভাড়ার প্রসঙ্গে। শিয়ালদহ থেকে মেট্রোয় চড়লেই ন্যূনতম ভাড়া ১০ টাকা। শিয়ালদহের দু’দিকের পরবর্তী স্টেশনের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হওয়ায় ন্যূনতম ভাড়া ৫ টাকার পরিবর্তে ১০ টাকা করা হয়েছে।

Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি
  • 7/10

শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে ফুলবাগান স্টেশনের দূরত্ব ২.৩৩ কিলোমিটার আর এসপ্ল্যানেডের দূরত্ব ২.৪৫ কিলোমিটার। মেট্রোর ভাড়ার পর্যায় ভিত্তিক তালিকা অনুযায়ী, প্রথম ২ কিলোমিটারের ভাড়া ৫ টাকা।

Advertisement
Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি
  • 8/10

এখানে দুই দিকের পরবর্তি স্টেশনের দূরত্বই ২ কিলোমিটারের বেশি। তাই শিয়ালদহ মেট্রোয় চড়লেই ভাড়া ১০ টাকা। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর ভাড়া ২০ টাকা।

Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি
  • 9/10

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East-West Metro) আজ থেকে ব্যস্ত সময়ে ৩০ মিনিটের পরিবর্তে ১০ মিনিট পর পর মেট্রো মিলবে। অন্য সময়ে সারাদিনে ১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

Sealdah Metro: কখন ট্রেন-কত ভাড়া-ক'টি স্টেশন? শিয়ালদহ মেট্রো নিয়ে যা জানা জরুরি
  • 10/10

কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় প্রতিদিন মোট ১০০টি ট্রেন (আপ ও ডাউন মিলিয়ে) চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবারও মিলবে মেট্রো পরিবেষবা। তবে আপাতত পুরনো নিয়মেই রবিবার বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো।

Advertisement