হাওয়া অফিস আরও জানিয়েছে, আজ থেকে আগামী ২ থেকে ৩ দিন বৃষ্টি হতে পারে কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
এই বৃষ্টির কারণ কী? হাওয়া অফিস জানিয়েছে, বিহার থেকে দক্ষিণ তামিলনাড়ু পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে। তার প্রভাবে ও দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাসের প্রভাবে এই বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে তা নির্দিষ্ট করে না বললেও প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টি হতে পারে
উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে